নাসিরনগরে এবার হিন্দুদের ঘরে আগুন

নভেম্বর ৪, ২০১৬

nasir-nagorঢাকা জার্নাল : মন্দিরসহ বাড়িঘরে হামলার পাঁচ দিনের মাথায় পুলিশের নিরাপত্তার মধ‌্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, উপজেলা শহরের মধ্যপাড়া ও দক্ষিণপাড়ার কয়েকটি বাড়িতে শুক্রবার ভোরে আগুন দেওয়া হয়।

“হিন্দুদের চারটি বাড়ির সাতটি ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।”

আগুন দেওয়া হয়েছে জগন্নাথ মন্দিরের পাশে সাগর দাসের দুর্গামন্দিরে, শীলপাড়ার কেশব চক্রবর্তীর একটি কাঠ রাখার ঘরে, নমঃশূদ্রপাড়ার ফুলকিশোর চক্রবর্তীর গোয়ালসহ তিনটি ঘরে এবং বণিকপাড়ার অমর দেবের রান্নাঘরে।

পুলিশ সুপার মিজানুর রহমান ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সঙ্গে ‘যে বা যারা জড়িত’ তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘর ভাংচুর ও লুটপাট চালানো হলে স্থানীয় প্রশাসনের গাফিলতির অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসির উপস্থিতিতে সমাবেশে ‘উসকানিমূলক’ বক্তব্যের পর ওই হামলা হয়। ওই ঘটনার পর সহস্রাধিক লোককে আসামি করে দুটি মামলা হয়, গঠন করা হয় তিনটি তদন্ত কমিটি।

পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব‌্যবস্থা নেওয়ার কথা জানানোর পাশাপাশি সরকার ও ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারপরও কীভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটল, সেই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

নাসিরনগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক সুজিত চক্রবর্তী শুক্রবার সকালে ঘটনাস্থল ঘুরে দেখে বলেন, আগুন দেওয়ার ঘটনার পর এলাকার হিন্দুরা এখন আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঢাকা জার্নাল, নভেম্বর ০৪, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.