কোন পথে আসছে নাডা? দেখে নিন..

নভেম্বর ৪, ২০১৬

nada-2ঢাকা জার্নাল : বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। আর তার জেরে শুরু হয়েছে অকাল বর্ষণ। এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ৭৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে অবস্থান করছে ওই নিম্নচাপ। এর প্রভাবেই আজ দুপুর থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। আর তারপরেই পশ্চিমবঙ্গের ধার ঘেঁষে বাংলাদেশের উপর আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড় নাডা।খবর আনন্দবাজার পত্রিকার।

 

nada-1আবহাওয়াবিদরা জানিয়েছেন, রোববার (৬ নভেম্বর) পর্যন্ত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায় বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। সাগর উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবারের আগে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা কম বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেখে নেওয়া যাক কোন পথে আসতে পারে নাডা।

 

nadaউপগ্রহ থেকে তোলা বঙ্গোপসাগরের ছবি। সময়: ৩রা নভেম্বর, সন্ধে ৬:৩০। ছবি: আইএমডি, ভারত সরকার।

ঢাকা জার্নাল, নভেম্বর ০৪, ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.