বিশ্বকাপের শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৪, ২০১৬

west_indiejঢাকা জার্নাল: বাংলাদেশের মাটিতে আয়োজিত আইসিসি যুব বিশ্বকাপের একাদশতম আসর পেলো নতুন বিশ্বচ্যাম্পিয়ন। প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। শিরোপা প্রত্যাশী ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্যারিবীয় যুবারা।

যুব বিশ্বকাপের এবারের আসরে ভারত জিতলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি চারবার শিরোপাজয়ী দল হয়ে নাম লেখাতে পারতো ইতিহাসের পাতায়। তবে, রাহুল দ্রাবিড়ের অধীনে খেলতে আসা দুর্দান্ত ভারতকে অস্ট্রেলিয়ার সঙ্গে সমান তিনবার করে যুব বিশ্বকাপের শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। এর আগে ২০০৪ সালে বিশ্বকাপের ফাইনালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের কাছে হেরেছিল ক্যারিবীয় যুবারা।

ঢাকা জার্নাল,১৪ ফেব্রুয়ারি ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.