‘বাংলার মাটিতে খালেদা-তারেকের বিচার হবেই’

ফেব্রুয়ারি ১৪, ২০১৬

perliament_ঢাকা জার্নাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাকিস্তানিদের দোসর ও প্রেতাত্মা আখ্যায়িত করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইছমাত আরা সাদেক বলেছেন, যারা এই দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে বিশ্বাস করে না বাংলার মাটিতে তাদের বিচার হবেই।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে না পেরে এখন মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বির্তক সৃষ্টি করছে। যারাই মুক্তিযুদ্ধ নিয়ে বির্তক সৃষ্টি করছে, তাদের বিচার বাংলার মাটিতে হবেই।

পাকিস্তান যে ভাষায় কথা বলে, খালেদা ও তার ছেলে সেই একই ভাষায় কথা বলে। তাহলে খালেদা-তারেক কী পাকিস্তানের এজেন্ট হিসেবে এ দেশে রয়েছে, প্রশ্ন রাখেন প্রতিমন্ত্রী।

এসময় বঙ্গবন্ধু নিয়ে কটাক্ষ করায় তারেকের সমালোচনা করেন ইছমাত আরা।

সরকার দলীয় আরেক সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে কটাক্ষ করে তাদের এই দেশ থেকে বের করে দেওয়া উচিৎ।

ঢাকা জার্নাল, ১৪ ফেব্রুয়ারি ২০১৬।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.