গাজীপুরে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, দুই জঙ্গি নিহত

ডিসেম্বর ২৮, ২০১৫

21গাজীপুরে জেএমবি জঙ্গিদের একটি আস্তানায় র‌্যাবের অভিযানের সময় দুই জঙ্গি নিহত হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে জঙ্গিদের একটি আস্তানায় অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক এমকে-১১ স্নাইপার রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ, সেনাবাহিনীর পোশাক, মেজর ও সৈনিক পদের র্যাংক ব্যাজ, জেএমবির সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেএমবির তিন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার গভীর রাতে গাজীপুরের ভোগড়া এলাকার জঙ্গি আস্তানায় র‌্যাব অভিযান চালায়। এর আগে গত শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকা থেকে একজনকে আটকের পর সেদিন রাতেই হাটহাজারীর আমানবাজার এলাকার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে ডিবি, যা শেষ হয় গতকাল ভোরে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে একটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালায় র‌্যাব। ওই আস্তানাটি জেএমবি জঙ্গিদের বোমা তৈরির কারখানা ছিল বলে র‌্যাব জানায়। গাজীপুরের ঘটনায় র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান রাত ২টার দিকে জানান, গাজীপুরের ভোগড়া এলাকায় একটি পরিত্যক্ত ভবনে জেএমবি জঙ্গিরা অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের তত্ত্বাবধানে র‌্যাব-১-এর একটি দল অভিযান চালায়। অভিযানের সময় ভবনটির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ করে জঙ্গিরা একটি বোমা নিক্ষেপ করে। এরপর র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। ভবনের ভেতর থেকে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর দুজনের মৃতদেহ পাওয়া যায়।    এর কিছুক্ষণ পর রাত ২টা ১০ মিনিটে মুফতি মাহমুদ খান সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা জেএমবির সক্রিয় সদস্য। তারা নিজেদের বোমা বিস্ফোরণে মারা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি ব্যাগে জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। বোমা তৈরির এসব সরঞ্জাম হ্যান্ডগ্রেনেড তৈরিতে ব্যবহার করা হয়। অভিযানের সময় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান মুফতি মাহমুদ। অন্য একটি সূত্র জানিয়েছে, র‌্যাবের গুলিতে ওই দুই ব্যক্তি নিহত হয়েছেন। তবে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.