মুস্তাফিজ ‘সঙ্গে’ মুগ্ধ সাঙ্গাকারা

ডিসেম্বর ৫, ২০১৫

15তার সঙ্গে খেলতে পারাটা ঢাকা ডাইনামাইটসের প্রায় সব ক্রিকেটারের কাছেই রোমাঞ্চকর ছিল। তাই দলের সাথে সাথে অনেক ক্রিকেটারই তার আসার অপেক্ষা করছিলেন। কিন্তু সেই কুমার সাঙ্গাকারাই বলছেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানের সাথে দারুণ সময় কাটছে তার।  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস আক্রমণের প্রধান শক্তি মুস্তাফিজে রীতিমতো মুগ্ধই লঙ্কান এই গ্রেট ব্যাটসম্যান। শনিবার অনুশীলন শেষে সাঙ্গাকারা জানালেন ঢাকা পেসার মুস্তাফিজের সঙ্গ উপভোগ করছেন তিনি। খুব কাছে থেকে মুস্তাফিজের বোলিং দেখেছেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক। তাই উপভোগ করার বিষয়টি জানানোর পাশাপাশি মুস্তাফিজ স্তুতিও করলেন সাঙ্গাকারা, ‘ঢাকা ডায়নামাইটসে মুস্তাফিজের সাথে সময়টা উপভোগ করছি। সে খুবই ভালো বোলার। সে এখনো তরুণ। সেই হিসেবে যতো খেলতে সে ততোই শিখবে। তার মধ্যে শেখার তাড়না আছে। সে বাংলাদেশের হয়েও ভালো কিছু করবে।’ কদিন আগেই বর্ষসেরা টেস্ট এবং ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডে দলে সাঙ্গাকারার সাথে আছেন মুস্তাফিজও। কিন্তু মুস্তাফিজের থাকাটা স্বাভাবিক মনে হলেও নিজেকে নিয়ে অবাক টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে ৬৩ সেঞ্চুরির মালিক সাঙ্গাকারা। বাঁহাতি এই লঙ্কান ব্যাটসম্যান বলছেন, ‘আইসিসির বর্ষসেরা দলে থাকতে পারাটা অবশ্যই সম্মানের। এই দলে মুস্তাফিজও আছে। সে ভালো খেলে দাবিটা জানিয়ে রেখেছিলো। আমি এর মধ্যই অবসর নিয়েছি। তারপরও আইসিসির দলে থাকাটা অবাক হওয়ার মতো বিষয়। গত বছর কিছুটা ভালো খেলেছি বলেই হয়তো এটা হয়েছে। সব মিলিয়ে ভালো লাগছে।’ চট্টগ্রাম পর্বটা ভালো যায়নি পয়েন্ট তালিকার চার নম্বরে থাকা ঢাকা ডাইনামাইটসের। দুটি ম্যাচেই হারতে হয়েছে তাদের। তাই কিছুটা আক্ষেপই ঝরলো সাঙ্গাকারার কণ্ঠে, ‘শেষ দুটি ম্যাচে কুমিল্লা ও বরিশালের বিপক্ষে আমাদের জেতা উচিত ছিলো। কিন্তু এভিন লুইসের দুর্দান্ত ইনিংস আমাদের ম্যাচ থেকে ছিটকে দেয়। এছাড়া কুমিল্লার বিপক্ষে কিছু ভুল করায় ম্যাচ হারতে হয়েছে। আসলে টি-টোয়েন্টি ক্রিকেট এমনই।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.