খেলাপি ঋণ ৫৪ হাজার ৭০৮ কোটি টাকা

নভেম্বর ১৮, ২০১৫

21ঢাকা: বেশ কয়েকটি বড় শিল্প গ্রুপকে সহজ শর্তে পুনঃতফসিলসহ নানান সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমেনি। সেপ্টেম্বর শেষে
যা জুনের তুলনায় ২ হাজার ১৮৯ কোটি টাকা বা ৪ দশমিক ১৭ শতাংশ বেশি।  এর আগে গত মার্চের চেয়ে জুনে ২ হাজার ১৪২ কোটি টাকা বা ৩ দশমিক ৯২ শতাংশ কমে দাঁড়িয়েছিল ৫২ হাজার ৫১৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের  তথ্যানুযায়ী,  সেপ্টেম্বর  সামগ্রিক খেলাপি ঋণ বাড়লেও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকে কিছুটা কমেছে।  রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মোট ঋণের ২১ দশমিক ৮৪ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। আগের প্রান্তিকে ছিল ২১ দশমিক ৮৯ শতাংশ।
বিশেষায়িত খাতের ব্যাংকগুলোর খেলাপি ঋণ ২৫ দশমিক ৪৭ শতাংশ থেকে কমে ২৪ দশমিক ৬৪ শতাংশে নেমেছে।
বেসরকারি ব্যাংকগুলোতে আগের প্রান্তিকের ৫ দশমিক ৬৭ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক শুন্য ৭ শতাংশে দাঁড়িয়েছে। বিদেশি ব্যাংকগুলোতে ৮ দশমিক ২৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ।
এর আগে গত জুন প্রান্তিকে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ ছিল ৫২ হাজার ৫১৯ কোটি টাকা, যা মোট ঋণের ৯ দশমিক ৬৭ শতাংশ।
আর মার্চে ছিল ৫৪ হাজার ৬৫৮ কোটি টাকা, যা মোট টাকার ১০ দশমিক ৪৭ শতাংশ। গত ডিসেম্বরে ছিল ৫০ হাজার ১৫৬ কোটি টাকা, যা শতকরা ৯ দশমিক ৬৯ শতাংশ।
চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট ঋণ বিতরণ করা হয়েছে ৫ লাখ ৫৩ হাজার ৭৫ কোটি ৩৪ লাখ টাকা।

নভেম্বর ১৮, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.