রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

নভেম্বর ১৮, ২০১৫

18রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক খাতের চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক। সমঝোতা স্মারক অনুসারে ব্যাংকগুলোর আর্থিক সূচকে উন্নতি না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত পৃথক চারটি চিঠি ব্যাংক-কোম্পানি আইনের ৪৯ ধারা অনুসারে ব্যাংকগুলোর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। পাঠানো চিঠিতে বলা হয়েছে, পর্যবেক্ষকরা ব্যাংকের পরিচালনা পর্ষদ, ক্রেডিট ও অডিট কমিটিসহ গুরুত্বপূর্ণ সব বৈঠকে উপস্থিত থাকবেন। এছাড়া যেকোনো বৈঠক অনুষ্ঠিত হওয়ার তিন কর্মদিবস আগে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যবেক্ষকের কাছে পাঠাতে হবে। ব্যাংকের আর্থিক সূচক উন্নত না হওয়া পর্যন্ত পর্যবেক্ষক সার্বক্ষণিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের চারজন নির্বাহী পরিচালককে রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী সোনালী ব্যাংকে, আহমেদ জামাল অগ্রণী ব্যাংকে, নির্মল চন্দ্র ভক্ত জনতা ব্যাংকে এবং মো. আব্দুর রহিম রূপালী ব্যাংকে। সূত্র আরো জানায়, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী রাষ্ট্রীয় ব্যাংকগুলোর আর্থিক অগ্রগতি হচ্ছে না। সেপ্টেম্বর-১৫ শেষে এসব ব্যাংকে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে মোট ঋণের ২১ দশমিক ৮৪ শতাংশ। এ সময়ে মূলধন ঘাটতিও বেড়েছে। এসব বিষয়ে সম্প্রতি ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। ওই বৈঠকে শিগগির খেলাপি ঋণ কমানো, মূলধন ঘাটতি মেটানোসহ সার্বিক সূচকের উন্নতির নির্দেশনা দেওয়া হয়। এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, রাষ্ট্রীয় খাতের ব্যাংকগুলোর আর্থিক সূচকের ক্রমাগত অবনতির হাত থেকে বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ করেছে। কেননা এসব ব্যাংক নানান সুযোগ-সুবিধা পাওয়ার পরও খেলাপি ঋণ কমিয়ে আনতে পারেনি। ব্যাংকগুলো সুশাসন নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, পর্যবেক্ষকরা ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের যে সমঝোতা স্মারকে স্বাক্ষর আছে, তারা শর্ত পালনে কাজ করবেন। তারা ব্যাংকের পরিচালনা পর্ষদ, অডিট কমিটি, ক্রেডিট কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন। ব্যাংকের মেমোগুলো দেখে মতামত দিবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.