বিশ্বের দীর্ঘতম কয়েকটি বিমান যাত্রা

নভেম্বর ৭, ২০১৫

31বাণিজ্যিকভাবে বিশ্বের দীর্ঘতম ফ্লাইট চালানো বিমান সংস্থার জন্য সক্ষমতার পরিচয়বাহী। এ কারণে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা দীর্ঘ পথে বিমান চালানোতে আগ্রহী থাকে। আর তাই এতে প্রতিযোগিতাও প্রচুর। এ লেখায় রয়েছে বিশ্বের দীর্ঘতম কয়েকটি ফ্লাইটের পরিচিতি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সিএন ট্রাভেলার।
বর্তমানে বিশ্বের সর্বাধিক দূরত্বের সরাসরি ফ্লাইট চালাচ্ছে কোয়ান্টাস। তবে তারা এ অবস্থান দীর্ঘদিন ধরে রাখতে পারবে না। কারণ এমিরেটস সম্প্রতি ঘোষণা করেছে তারা দুবাই থেকে পানাম সিটি পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু করবে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। ৮,৫৮৮ মাইল দূরত্বের এ ফ্লাইটে সময় লাগবে সাড়ে ১৭ ঘণ্টা।
এছাড়া এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে তারা ব্যাঙ্গালোর থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত ১৮ ঘণ্টার একটি ফ্লাইট চালু করতে চায়। পাশাপাশি সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে তারা নিউ ইয়র্ক থেকে সিঙ্গাপুর পর্যন্ত ১৯ ঘণ্টার সরাসরি একটি ফ্লাইট পুনরায় চালু করতে চায়। ৮,৭০০ মাইলের এ ফ্লাইট ২০১৩ সালে বন্ধ হয়ে যায়।
বর্তমানে বিশ্বের দীর্ঘতম ১০ ফ্লাইট-
১. ডালাস, যুক্তরাষ্ট্র থেকে সিডনি, অস্ট্রেলিয়া

বিমান পরিচালনা সংস্থা কোয়ান্টাস। এ ফ্লাইটের দূরত্ব ৮,৫৭৮ মাইল। এ দূরত্ব পার হতে বিমানের ১৭ ঘণ্টা সময় লাগে।
২. জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকা থেকে আটলান্টা, যুক্তরাষ্ট্র
বিমান পরিচালনা সংস্থা ডেলটা এয়ার লাইন্স। এ ফ্লাইটের দূরত্ব ৮,৪৩৯ মাইল। এ দূরত্ব পার হতে বিমানের সাড়ে ১৬ ঘণ্টা সময় লাগে।
৩. আবু ধাবি, ইউএই থেকে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র
বিমান পরিচালনা সংস্থা ইত্তিহাদ। এ ফ্লাইটের দূরত্ব ৮,৩৯০ মাইল। এ দূরত্ব পার হতে বিমানের প্রায় সাড়ে ১৬ ঘণ্টা সময় লাগে।
৪. দুবাই, ইউএই থেকে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র
বিমান পরিচালনা সংস্থা এমিরেটস। এ ফ্লাইটের দূরত্ব ৮,৩৩৯ মাইল। এ দূরত্ব পার হতে বিমানের সাড়ে ১৬ ঘণ্টা সময় লাগে।
৫. জেদ্দা, সৌদি আরব থেকে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র
বিমান পরিচালনা সংস্থা সৌদিয়া। এ ফ্লাইটের দূরত্ব ৮,১৬৮ মাইল। এ দূরত্ব পার হতে বিমানের সোয়া ১৬ ঘণ্টা সময় লাগে।
৬. দুবাই, ইউএই থেকে হাউস্টন, যুক্তরাষ্ট্র
বিমান পরিচালনা সংস্থা এমিরেটস। এ ফ্লাইটের দূরত্ব ৮,১৬৮ মাইল। এ দূরত্ব পার হতে বিমানের সাড়ে ১৬ ঘণ্টা সময় লাগে।
৭. আবু ধাবি, ইউএই থেকে সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
বিমান পরিচালনা সংস্থা ইত্তিহাদ। এ ফ্লাইটের দূরত্ব ৮,১৫৮ মাইল। এ দূরত্ব পার হতে বিমানের সোয়া ১৬ ঘণ্টা সময় লাগে।
৮. ডালাস, যুক্তরাষ্ট্র থেকে হং কং
বিমান পরিচালনা সংস্থা আমেরিকান এয়ারলাইন্স। এ ফ্লাইটের দূরত্ব ৮,১২৩ মাইল। এ দূরত্ব পার হতে বিমানের ১৬ ঘণ্টা সময় লাগে।
৯. দুবাই, ইউএই থেকে সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
বিমান পরিচালনা সংস্থা এমিরেটস। এ ফ্লাইটের দূরত্ব ৮,১০৩ মাইল। এ দূরত্ব পার হতে বিমানের ১৬ ঘণ্টা সময় লাগে।
১০. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে হং কং
বিমান পরিচালনা সংস্থা ক্যাথে প্যাসিফিক। এ ফ্লাইটের দূরত্ব ৮,০৬৭ মাইল। এ দূরত্ব পার হতে বিমানের প্রায় ১৬ ঘণ্টা সময় লাগে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.