বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সেপ্টেম্বর ১৫, ২০১৫
124নড়াইলের আদালতে মানহানী মামলায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক মোস্তফা জামাল  উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী হয়েছে। মঙ্গলবার দুপুরে নড়াইল সদরের আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকারীয়্যা গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষের  (ফোরাম) মহাসচিব ও  বাংলাদেশ ভলিবল ফেডাশেনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু মামলার আরজিতে উল্লেখ করেছেন, ২০১২ সালের ১৮ মে দৈনিক বাংলাদেশ পত্রিকায় ‘‘ফোরামের দাপটে অস্থিও ক্রীড়াঙ্গন’’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। মিথ্যা, ভিত্তিহীন, যোগসাজসী ও কাল্পনিক এই সংবাদের কারণে বাদী ও সংগঠনের সুনাম, ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুন্ন হয়। এতে তিনি ১০ কোটি টাকার মানহানীর অভিযোগ এনে নড়াইল সদর আমলী আদালতে পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের উপর তদন্তের নির্দেশ দেয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাবিব আসামীদের  বিরুদ্ধে ১৬/১২/১২ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  আদালত ২০১৪ সালের ২ এপ্রিল আসামীদের আদালতে হাজির হবার জন্য সমন জারি করেন।  কিন্তু  আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদি অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ জানান, মামলার আসামীরা বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে হাজির হন নাই। বিধায় আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.