জাতীয় শোক দিবসে গণজাগরণ মঞ্চের কর্মসূচি, শ্রদ্ধা নিবেদন

আগস্ট ১৪, ২০১৫

monchoঢাকা জার্নাল: ১৯৭৫ সালের ১৫ আগস্ট, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নৃশংস ভাবে হত্যা করেছিল একাত্তরের পরাজিত বিরোধী অপশক্তি। মহাকাব্যিক মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সূর্যমুখী সম্ভাবনার দিকে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল, নির্মম এই হত্যাকান্ডের মধ্য দিয়ে ঘাতকচক্র সেই সম্ভাবনার সূর্যকে চিরতরে ঢেকে দিতে চেয়েছিল।
নির্মম সেই হত্যাকাণ্ডে মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত হওয়া সকলের প্রতি গণজাগরণ মঞ্চ বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে। যথাযোগ্য শোক, শ্রদ্ধার মধ্য দিয়ে দিনটিকে পালন করতে গণজাগরণ মঞ্চ নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করছে-
* সকাল ৮ টায় ধানমন্ডি ৩২ নাম্বার সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।
* বিকাল ৪টায় শাহবাগ প্রজন্ম চত্বরে “বঙ্গবন্ধুর সোনার বাংলাঃ আমরা কি ঠিক পথে?” শীর্ষক আলোচনা সভা।
বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের বিনীত আহ্বান জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা: ইমরান এইচ সরকার।
ঢাকা জার্নাল, আগস্ট ১৪, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.