আইপিএলে দল পেলেন না মোস্তাফিজ
আইপিএলে দল পেলেন না গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ২০২৫ সালের মেগা নিলামকে সামনে রেখে নিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি রেখেছিলেন মোস্তাফিজ। নিলামে না তুললে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
এর আগে আইপিএলে সাতটি মৌসুমে খেলেন মোস্তাফিজ। সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট ছিল তার পকেটে।
২০১৬ অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র অ-ভারতীয় হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি।
মোস্তাফিজ ছাড়াও আসন্ন আইপিএলে দেখা যাবে না কোনো বাংলাদেশী ক্রিকেটারকেই। রিশাদ, তাসকিন, সাকিবসহ কাউকেই দলে টানেনি ফ্র্যাঞ্চাইজিগুলো।