সাফ চ্যাম্পিয়নদের প্রত্যেকে পেলেন ফ্রিজ উপহার
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন। এ সময় সাফ চ্যাম্পিয়নদের একটি করে ফ্রিজ উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। নারী ফুটবলের দীর্ঘদিনের পৃষ্ঠপোষক ওয়ালটন দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনের এই উপহার দেয়।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতায় সাবিনা খাতুন-সানজিদা আক্তারদের এই সংবর্ধনা দেয়া হয়।
বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন তিনি শুরু থেকেই ওয়ালটনকে পাশে পেয়েছেন এবং তার আশা আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানিয়ে সাবিনা বলেন, 'আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই ওয়ালটনকে। ওয়ালটনের সঙ্গে ফেডারেশনের সম্পর্ক বহু পুরোনো। আমি যখন শুরু করেছি তখনও দেখেছি ওয়ালটন সবসময় মেয়েদের ফুটবলের পাশে ছিল। অবশ্যই আমি মনে করি এটা মেয়েদের অনুপ্রাণিত করে। আমরা যখন সাফল্য নিয়ে আসি সবাই যখন উৎসাহিত করে এটা মেয়েদের মোটিভেশন হিসেবে কাজ করে। কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয়।'
জাতীয় বাংলাদেশ নারী ফুটবল দলের অনেক সদস্যর বাড়ি দুর্গম এলাকায়। নাগরিক অনেক সেবা বেশ দুরহ। সাবিনা বলেন, 'আমাদের মধ্যে মনিকার বাড়িতে বিদ্যুৎ নেই। ওর বাড়ি যেতে এখনো দুই কিলোমিটার পথ কষ্ট করতে হয়।'
মনিকার বাড়িতে বিদ্যুৎ নেই, তাই তার বাড়িতে ফ্রিজ ব্যবহার করার উপায়ও নেই। ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন,'আশা করব খুব দ্রুত তার বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা হবে। যারা ফ্রিজ নিতে চান না এর পরিবর্তে অর্থ গ্রহণ করতে পারবেন।'
উল্লেখ্য, বাংলাদেশ নারী ফুটবল দলে অনেকের বাড়িতেই বিদ্যুৎ ছিল না। জুনিয়র ও সিনিয়র সাফে সাফল্যের পর তাদের বাড়িসহ এলাকায় বিদ্যুতের আলো এসেছে। সিনিয়র ফুটবলার মনিকার খাগড়াছড়ির বাড়িতে এখনো মেলেনি বিদ্যুৎ। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর নারী ফুটবলাররা যার যার ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছিলেন। তাই অপেক্ষায় আছেন সেই সমাধানের।