পাকিস্তানে যেয়ে খেলবে না ভারত, আনুষ্ঠানিক বার্তা দিল বিসিসিআই
ভারত পাকিস্তান যাবে না, পাকিস্তানও হাইব্রিড মডেল অনুসরণ করতে নারাজ- গত কয়েকদিন ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে এমন কাণ্ড ঘটছে প্রতিবেশি দুই দেশের মধ্যে। নিজেদের সিদ্ধান্ত জানিয়ে এ সপ্তাহের শুরুতে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির কাছে ই-মেইল করেছিল ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই চিঠি এখন পিসিবির হাতে।
গত এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানে। রাজনৈতিক বৈরিতার কারণে নিরাপত্তা সংক্রান্ত ইস্যু দেখিয়ে সেই আসরে খেলতে যায়নি ভারত। হাইব্রিড মডেলে তাদের জন্য ম্যাচগুলো আয়োজন করা হয়েছিল শ্রীলঙ্কায়, ফাইনালও হয়েছিল দ্বীপ দেশটিতে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যও হাইব্রিড মডেল দাবি করে পাকিস্তান যেতে চায় না ভারত।
গত বছর শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেললেও এবার দুবাইয়ে নিজেদের ম্যাচগুলো চায় ভারত। এ সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, 'এ' গ্রুপে থাকা ভারতের ম্যাচগুলো যেন দুবাইয়ে আয়োজন করা হয়, বিসিসিআই সেই কথা জানিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে এটাই তাদের অবস্থান। এখানে কোনো পরিবর্তন সম্ভব নয়।
পাকিস্তানে যেতে না চাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে জানিয়েছিল বিসিসিআই। ই-মেইলের সেই বার্তা পিসিবির কাছে পাঠিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পিসিবির এক মুখপাত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পিসিবি চিঠির বিষয়টি পাকিস্তান সরকারকে জানিয়েছে। তাদের কাছে এ ব্যাপারে করণীয় জানতে চায় বোর্ড। নাম প্রকাশ না করার শর্তে স্পোর্টস তাককে ওই মুখপাত্র বলেন, 'পিসিবি আইসিসির কাছ থেকে একটা ই-মেইল পেয়েছে। সেখানে বলা আছে টিম ইন্ডিয়া পাকিস্তান আসবে না। পিসিবি উপদেশ ও পরামর্শের জন্য পাকিস্তান সরকারকে বিষয়টি জানিয়েছে।'
প্রায় ৮ বছর পর মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১১ নভেম্বর প্রকাশিত হতে পারে সূচি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ৮ দলের এই টুর্নামেন্ট ফেব্রুয়ারির ১৯ তারিখে মাঠে গড়ানোর কথা। আর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৯ মার্চ মাঠে গড়ানোর কথা ফাইনাল।