সমতায় শেষ হলো লন্ডন ডার্বি
ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্ডেজ ম্যাচে রোববার (১০ নভেম্বর) রাতে মুখোমুখি হয়েছিল চেলসি ও আর্সেনাল। তবে ম্যাচ শেষে দু'দলই সমানে সমান, জিততে পারেনি কেউই। লন্ডন ডার্বির লড়াইটা শেষ হয়েছে ১-১ সমতায়। গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর চেলসিকে সমতায় ফেরান পেদ্রো নেতো।
প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য থাকল আর্সেনাল। অন্যদিকে টানা দুটি ম্যাচে ড্র করলো চেলসি। প্রায় ৪৯ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শটের তিনটি ছিল লক্ষ্যে। আর্সেনাল শট নেয় ১২টি, তারমধ্যে ৩টি শট তারা লক্ষ্যে রাখতে পারে।
ঘরের মাঠে ভালো শুরুর পর তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পায় চেলসি। ২৫ গজ দূর থেকে কোল পালমারের শট ক্রসবারের ওপর দিয়ে পাঠান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া। ১৯তম মিনিটে আবারও সুযোগ পায় স্বাগতিকরা। নেতোর ক্রসে লাফিয়ে হেড করলেও তা লক্ষ্যে রাখতে পারেননি ননি মাদুয়েকে।
চার মিনিট পর দারুণ একটি সুযোগ মিস করেন মালো গিস্তো। নেতোর দারুণ ক্রস দূরের পোস্টে পেয়েও কাজে লাগাতে পারেননি গিস্তো। তার হেড চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
আর্সেনালকে এগিয়ে নেওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিলেন মার্টিনেল্লি। ২৯তম মিনিটে তার শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক রবের্ত সানচেস। তার তিন মিনিট পর ফ্রি কিক থেকে বল পেয়ে জালে জড়ান কাই হাভার্টজ। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।
৬০ মিনিটে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্র্যাব্রিয়েল মার্টিনেল্লি। মার্টিন ওডেগারের চমৎকার পাস দূরের পোস্টে পেয়ে গোলরক্ষকের পাশ দিয়ে গতিময় শটে বল জালে জড়ান তিনি।
তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্সেনাল। ৭০ মিনিটে চেলসিকে সমতায় ফেরান নেতো। বদলি নামা এনজো ফের্নান্দেজের কাছ থেকে বল পেয়ে ৩০ গজ দূর থেকে আচমকা শটে জাল খুঁজে নেন নেতো। তার পাঁচ মিনিট পর বল জালে পাঠান নিকোলাস জ্যাকসন। তবে চেলসি ফরোয়ার্ড নিজেই অফসাইডে থাকায় মেলেনি গোল।
শেষ দিকে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও গোল পায়নি কোনও দল। ফলে ১-১ সমতায় শেষ হয় চেলসি-আর্সেনালের লড়াই ।
১১ ম্যাচে ৫ জয়ের সঙ্গে চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এলো চেলসি। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় চার নম্বরে আছে আর্সেনাল। তাদের সমান পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্ট পাঁচে ও ব্রাইটন আছে ছয় নম্বরে।