সাফ জয়ের হ্যাটট্রিক করতে চান সানজিদা
টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে দুইবারের সীমাবদ্ধ থাকতে চান না তারা, সাফ জিততে চান আরও। শিরোপা জয়ের হ্যাটট্রিক করতে চায় বাংলাদেশের মেয়েরা। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে দাড়িয়েই সময় সংবাদকে এমনটি জানিয়েছেন দুইবারের সাফজয়ী ফুটবলার সানজিদা আক্তার।
২০২২ সালে নেপালের রঙ্গশালা স্টেডিয়ামেই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরার মুকুট মাথায় তোলে বাংলাদেশের মেয়েরা। হিমালয়কন্যা হতাশ করেনি এবারও। স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় সাফ ঘরে তুলেছে বাংলাদেশ। নানান প্রতিবন্ধকতা পেছনে ফেলে তারা এই সাফল্য এনেছেন। তবে এখানেই থামতে চান না অদম্য সাহসী মেয়েরা। লক্ষ্যটা তাদের আরও বড়।
'চ্যাম্পিয়ন হলে সবারই ভালো লাগে। আমারো লাগছে। আমাদের ইচ্ছে আছে আমরা যেন আরো একবার এমন ট্রফি নিতে পারি, হ্যাটট্রিক করতে চাই'
গ্যালারি ভর্তি দর্শকের চাপ কীভাবে সামাল দিয়েছেন সাবিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, 'আগেরবারও এমন দর্শক ছিল, এবারও একই রকম। আমরা দুইবারই মনে করেছি, ওরা আমাদের সমর্থন করেছে।'