‘ছাত্র ফোরাম’ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা

ছাত্র ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এস এম ইয়াসিন আরফাত অন্তরকে আহবায়ক ও নাইমুর রহমান দুর্জয়কে সদস্য সচিব করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাজধানী পুরানা পল্টনস্থ ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির এক সভায় এই কমিটি গঠন করা হয়। ছাত্র ফোরাম কেন্দ্রীয় সভাপতি মোঃ সানজিদ রহমান শুভ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ হোসেনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কে সামনে রেখে ছাত্র ফোরাম ঐক্যবদ্ধ ছাত্র ফোরাম নামক প্যানেল ঘোষণা করে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে নানাবিধ সমস্যা সমাধান করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করার জন্য ছাত্র ফোরাম কাজ করে যাবে।
উল্লেখ্য, ছাত্র ফোরাম গণফোরামের একটি সহযোগী ছাত্র সংগঠন।
Comments