বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েট ক্রিকেট এক্সিলেন্স নাইট ২০২৬ অনুষ্ঠিত
প্রবাসে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি বিকাশ এবং প্রতিভাবান ক্রিকেটারদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েট ক্রিকেট এক্সিলেন্স নাইট ২০২৬। বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন–বাহরাইনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত ক্রিকেট মিলনমেলায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিডি রয়্যালস ক্রিকেট দলের নতুন জার্সি উন্মোচন। এ সময় জানানো হয়, বিডি রয়্যালস দলটি আসন্ন বাহরাইন ক্রিকেট ফেডারেশনের কেএইচকে লিগ ডিভিশন–সি ২০২৬ সিজনে অংশগ্রহণ করতে যাচ্ছে। সংগঠনের সভাপতি নাজির আহমদ-এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার, এনডিসি। বক্তব্যে তিনি প্রবাসে বেড়ে ওঠা যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং ক্রিকেটকে প্রবাসী বাংলাদেশিদের পরিচয়ের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আবুল হোসেন সৌরভ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক সরকার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ—মোহাম্মদ শফিউদ্দিন, মোতালেব আব্দুল বারী মোল্লা, সাজ্জাদ মোহাম্মদ, মিজানুর রহমান, আনোয়ার হোসেন ও মোহাম্মদ ইমন। অনুষ্ঠানের এক বিশেষ পর্বে প্রবাসে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সংগঠক ও ক্রীড়া অনুরাগীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। মরুর দেশ বাহরাইনের বুকে ক্রিকেটকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের এই মিলনমেলা প্রমাণ করে, হাজার মাইল দূরেও দেশের সংস্কৃতি, খেলাধুলা ও ঐক্যের চর্চা থেমে থাকে না। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন ভবিষ্যতে প্রবাসে বাংলাদেশি ক্রিকেটের পথচলাকে আরও বেগবান করবে।
Comments