দুবাইয়ে বিশ্বের প্রথম ‘স্বর্ণের সড়ক’!
বিশ্বে প্রথমবারের মতো 'গোল্ড স্ট্রিট' বা 'স্বর্ণের রাস্তা' তৈরি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এই 'স্বর্ণ সড়ক' নির্মিত হবে দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টের মধ্যে। যা একটি উজ্জ্বল ল্যান্ডমার্ক হিসেবে গড়ে উঠবে, যেখানে খুচরা, পাইকারি ব্যবসা এবং স্বর্ণ সংক্রান্ত সবকিছু এক ছাদের নিচে থাকবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান ইথরা দুবাই আনুষ্ঠানিকভাবে 'গোল্ড ডিস্ট্রিক্ট' চালুর সময় এই ঘোষণা দেয়া হয়। তবে এই 'স্বর্ণের রাস্তা' নির্মাণ প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট পরিচিত হবে 'হোম অব গোল্ড' হিসেবে। সেখানে স্বর্ণ ও গহনা সংশ্লিষ্ট সব কার্যক্রম এক জায়গায় নিয়ে আসা হবে। এর মধ্যে খুচরা ও পাইকারি বাণিজ্য, বুলিয়ন বাণিজ্য, বিনিয়োগ, সুগন্ধি, প্রসাধনী এবং লাইফস্টাইলও অন্তর্ভুক্ত থাকবে।
প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত ২০২৪-২৫ সালে প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ রফতানি করেছে। দেশটির প্রধান স্বর্ণ বাণিজ্য অংশীদার ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক।
গোল্ড ডিস্ট্রিক্টে এরমধ্যেই সুগন্ধি, প্রসাধনী, জীবনধারা এবং গহনা খাতে ১ হাজারের বেশি খুচরা বিক্রেতা রয়েছে। জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান এবং তানিশক জুয়েলারির মতো বড় ব্র্যান্ড সেখানে এরই মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে।
তাছাড়া, জুয়েলারি প্রতিষ্ঠান জয়ালুক্কাস মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ২৪ হাজার বর্গফুটের একটি শোরুম চালুর পরিকল্পনা জানিয়েছে। ইথ্রা দুবাইয়ের সিইও ইসাম গালাদারি বলেছেন, 'দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, পরিসর এবং সম্ভাবনার এক অনন্য সংমিশ্রণ তৈরি করেছে।'
অর্থনীতি ও পর্যটন বিভাগের আওতাধীন দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাব্লিশমেন্টের সিইও আহমেদ আল খাজা বলেন, 'দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর সঙ্গে স্বর্ণ গভীরভাবে জড়িত, যা আমাদের ঐতিহ্য, সমৃদ্ধি এবং উদ্যোগের স্থায়ী চেতনার প্রতীক। এই নতুন উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে সম্মান জানাচ্ছি এবং একই সঙ্গে সৃজনশীলতা ও টেকসই উন্নয়নের ভিত্তিতে ভবিষ্যতের জন্য নতুন একটি দিগন্ত উন্মোচন করছি।'
Comments