ভরিতে ৭ হাজার টাকার বেশি বাড়ল সোনার দাম
দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। আজ (বুধবার) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সকাল ১০টা ২৬ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
সর্বশেষ এবার ভরিপ্রতি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা বেড়েছে। ফলে ভালো মানের এক ভরি (২২ ক্যারেট) সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম এবং সনাতন পদ্ধতির সোনার দামও বৃদ্ধি পেয়েছে।
গতকাল মঙ্গলবারও জুয়েলার্স সমিতি সোনার দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়েছিল। করোনার পর গত পাঁচ বছরে দেশে ও আন্তর্জাতিক বাজারে সোনার দাম দ্রুত বেড়েছে। ২০২৩ সালের ২১ জুলাই দেশীয় বাজারে এক ভরি সোনার দাম ১ লাখ টাকার মাইলফলক স্পর্শ করেছিল। এরপর ফেব্রুয়ারিতে ১.৫ লাখ, অক্টোবরের দিকে ২ লাখ এবং গত বৃহস্পতিবার আড়াই লাখ টাকা ছাড়িয়েছে।
জুয়েলার্স সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি এবং বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ বিশ্ববাজারে সোনার দাম ইতোমধ্যেই আউন্স প্রতি ১৬২ ডলার বেড়ে ৫,২৫৪ ডলারে পৌঁছেছে।
Comments