শীতের ৫ দিনের পূর্বাভাস জানালো আবহাওয়া অফিস
দেশের আবহাওয়া আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে শুষ্ক থাকতে পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।
পূর্বাভাস অনুযায়ী, রাত ও সকাল দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে বুধবার রংপুর বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার দিক থেকে মঙ্গলবার রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় সামান্য কমতে পারে। বুধবার ও বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য বাড়বে, দিনের তাপমাত্রা সামান্য কমবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উল্লেখযোগ্য কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। উপমহাদেশীয় উচ্চচাপ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
Comments