ঝালকাঠিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝালকাঠির নলছিটি উপজেলায় গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে বর্ণাঢ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার নাচলমহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্থানীয় গোবিন্দপুর এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দূর-দূরান্ত থেকে আসা মোট সাতটি ঘোড়া অংশ নেয়। গ্রামবাংলার প্রাচীন এই ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শনিবার ছুটির দিনে প্রতিযোগিতা দেখতে গোবিন্দপুরসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু মাঠে সমবেত হন। মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এবং এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিটি দৌড় শেষে দর্শকদের করতালি ও উল্লাস ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Comments