পাকিস্তানে বিয়ে বাড়িতে জঙ্গি হানা, ৫ জন নিহত
পাকিস্তানের খাইকার পাখতুনখাওয়া প্রদেশের দেরা ইসমাইলে একটি বিয়ে বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। ডেরা ইসমাইল খান জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) সাজ্জাদ আহমেদ সাহিবজাদা জানান, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানের সময় এই বিস্ফোরণ ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা ঢোলের তালে নাচছিলেন, ঠিক সেই সময় হামলাটি চালানো হয়। বিস্ফোরণের ফলে ঘরের ছাদ ধসে পড়ে, যার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয় এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
এক বিবৃতিতে খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানান, পাঁচজনের মরদেহ এবং ১০ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সাতটি অ্যাম্বুলেন্স, একটি ফায়ার ভেহিকেল এবং একটি দুর্যোগ মোকাবিলা যান ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে।
কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মেহসুদ ওরফে জিগরি মেহসুদও রয়েছেন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বিস্ফোরণটির তীব্র নিন্দা জানান এবং
চলতি মাসের শুরুতে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সশস্ত্র হামলায় শান্তি কমিটির চার সদস্য নিহত হন। এর আগে, ২০২৫ সালের নভেম্বর মাসে বান্নু জেলায় একটি শান্তি কমিটির কার্যালয়ে হামলায় সাতজন নিহত হন।
Comments