তিন নেতার মাজার ও হাদীর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করবে এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম।
এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
মাজার ও কবর জিয়ারত শেষে নির্বাচনি প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে।
Comments