প্রবাসীদের সরাসরি অংশগ্রহণে হাইকমিশনের বার্ষিক গণশুনানি মালদ্বীপে: জবাবদিহিতা ও সেবার মানোন্নয়নে নতুন দৃষ্টান্ত
মঙ্গলবার (২০ জানুয়ারি) মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, অভিজ্ঞতা ও প্রস্তাব সরাসরি শুনতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে চ্যান্সারি হলরুমে অনুষ্ঠিত হয় 'বার্ষিক গণশুনানি'। স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই গণশুনানিতে কনস্যুলার ও লেবার উইং-এর কার্যকারিতা এবং সেবা প্রদানের কার্যকারিতার উপর আলোচনা করা হয়।
গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। সভার শুরুতে হাইকমিশনের কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ ২০২৫ সালে কনস্যুলার উইং-এর সার্বিক কার্যক্রম তুলে ধরেন। পরবর্তীতে কল্যাণ সহকারী আল মামুন পাঠান ২০২৫ সালের শ্রম উইং-এর কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন। এ সময় প্রবাসী বাংলাদেশিরা শ্রম ও কনস্যুলার–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাদের অভিজ্ঞতা, সমস্যা, প্রশ্ন ও প্রস্তাব তুলে ধরেন।
সভায় উত্থাপিত সব প্রশ্নের উত্তর দেন হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ। তিনি প্রবাসীদের পোস্টাল ভোটদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন এবং ডাকযোগে ভোট (পোস্টাল ব্যালট) প্রেরণের নিয়ম, নির্ধারিত সময়সীমা ও প্রবাসী ভোটারদের করণীয় বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন। এতে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে সচেতনতা ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পায়।
গণশুনানির এই উন্মুক্ত ও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্মে প্রবাসীরা তাদের বাস্তব সমস্যা সরাসরি উপস্থাপনের সুযোগ পান। হাইকমিশনের মতে, এ ধরনের উদ্যোগ প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাইকমিশন আরও জানায়, প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা এবং সেবা ব্যবস্থাকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও কার্যকর করতে প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের গণশুনানি আয়োজনের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Comments