ট্রাম্পকে কটাক্ষ করে ‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’ টুপি ভাইরাল
ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রতিবাদে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে এক অভিনব আন্দোলন শুরু হয়েছে। ট্রাম্পের বিখ্যাত নির্বাচনী স্লোগান 'মেক আমেরিকা গ্রেট এগেইন' (মাগা)-কে ব্যঙ্গ করে তৈরি করা লাল বেসবল ক্যাপ এখন ডেনমার্কের মানুষের মধ্যে জনপ্রিয়। এই ক্যাপে লেখা আছে, 'মেক আমেরিকা গো অ্যাওয়ে' (আমেরিকা বিদায় হও)।
সোশ্যাল মিডিয়া ও জনসমাবেশে, বিশেষ করে কপেনহেগেনে গত সপ্তাহে অনুষ্ঠিত প্রতিবাদের পর এই টুপির জনপ্রিয়তা বেড়েছে। ইউরোপের দেশগুলো ডেনমার্ককে সমর্থন জানাচ্ছে এবং বলছে, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা রক্ষা করা জরুরি। তারা সতর্ক করছে, গ্রিনল্যান্ডের বিরুদ্ধে হুমকি পশ্চিমা নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু প্রতিবাদকারীরা সরাসরি অবস্থান নিয়েছে।
৭৬ বছর বয়সী কপেনহেগেনের বাসিন্দা লার্স হারম্যানসেন বলেন, 'আমি গ্রিনল্যান্ডের পাশে দাঁড়াতে চাই এবং দেখাতে চাই যে, আমি মার্কিন প্রেসিডেন্টকে পছন্দ করি না। ' শনিবারের প্রতিবাদে তিনি লাল টুপি পরেছিলেন।
এই ব্যঙ্গাত্মক টুপি তৈরি করেছেন কপেনহেগেনের ভিনটেজ পোশাকের দোকানের মালিক জেসপার রাবে টনেসেন। প্রথমে ২০২৫ সালে টুপিগুলো ভালো বিক্রি হয়নি, কিন্তু ট্রাম্পের গ্রিনল্যান্ড নীতির পরে চাহিদা বেড়ে গেছে। এখন এক সপ্তাহের মধ্যে কয়েক হাজার টুপি বিক্রি হয়ে গেছে।
টোনেসানের নকশা করা টুপিতে কেবল মার্কিন প্রেসিডেন্টের স্লোগানকে ব্যঙ্গ করাই হয়নি, এতে ব্যবহার করা হয়েছে বুদ্ধিদীপ্ত শব্দখেলাও। টুপির এক পাশে লেখা ছিল—'নু দেত নুক!' (Nu det NUUK!)। ডেনিশ ভাষায় 'নু দেত নক' কথাটির অর্থ হলো 'যথেষ্ট হয়েছে'। ডেনিশরা এই স্লোগানে গ্রিনল্যান্ডের রাজধানী 'নুক'-এর নাম জুড়ে দিয়ে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করেছেন। গত শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের সিটি হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাড়কাঁপানো শীতের মধ্যেও সেখানে সমবেত হন শত শত মানুষ। তাদের হাতে ছিল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের লাল-সাদা পতাকা। বিক্ষোভকারীদের অনেকের মাথায় ছিল সেই লাল টুপি। শনিবারের প্রতিবাদে অংশগ্রহণকারীরা লাল-সাদা ডেনিশ ও গ্রিনল্যান্ডের পতাকা উড়িয়ে এবং হাতে 'নো মিনস নো' ও 'মেক আমেরিকা স্মার্ট এগেইন' লেখা হস্তনির্মিত প্ল্যাকার্ড ধরেছিলেন।
৪৯ বছর বয়সী প্রতিবাদকারী ক্রিস্টিয়ান বয়ে বলেন, 'কপেনহেগেন সিটি হলের সামনে এই প্রতিবাদ মজাদার হলেও বার্তাটি সিরিয়াস। আমি এখানে গ্রিনল্যান্ডের মানুষদের পাশে দাঁড়াতে এসেছি। তারা এখন আক্রমণের হুমকির মুখে। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।'
Comments