মার্কিন অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা উপদেষ্টা একটা কর্মকৌশল বের করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মার্কিন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যে নতুন সিদ্ধান্ত এসেছে, সেটা নিয়ে আজ উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কি না?
এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ইমিগ্রেন্ট ভিসা মার্কিন যুক্তরাষ্ট্র কতগুলো কারনে দিয়েছে। সেই কারণগুলোর প্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন মার্কিন যুক্তরাষ্ট্রকে এঙ্গেজ করবেন।
কয়েক দিন আগে ছিল ভিসা বন্ডিং ইস্যু। সপ্তাহ পেরোতে আবার ইমিগ্রেন্ট ভিসা, ৭৫টা দেশের মধ্যে বাংলাদেশও আছে।
বাংলাদেশের কোথাও কোনো গ্যাপ থেকে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা কি বাংলাদেশকে টার্গেট করে করা হয়েছে? আসলে যেসব দেশ থেকে ইমিগ্রেন্ট বেশি যায় বা যেসব দেশ থেকে মানুষ গিয়ে পরে পলিটিক্যাল অ্যাসাইলাম চায়, যেসব দেশ থেকে মানুষ গিয়ে ওদের সোশ্যাল সার্ভিসের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাদের ঠিক করতে এটা করা হয়েছে।
রিজওয়ানা হাসান বলেন, এ নিষেধাজ্ঞা বা শর্তগুলো তারা কোন কোন দেশের উপর আরোপ করবে, এটা তাদের সরকারের সিদ্ধান্ত। সেখানে আমাদের কোথায় অসুবিধা হচ্ছে, কী করণীয় তা খুঁজতে হবে। গতকালই আমরা সিদ্ধান্তটা জেনেছি, এখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো।
প্রসঙ্গত, বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৪ জানুয়ারি) ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত নেওয়ার খবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলেছে রয়টার্স।
আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হওয়ার কথা খবরে বলা হয়েছে।
Comments