মোংলায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মোংলা পৌর শহরের আলিয়া মাদ্রাসা চত্বরে মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলীর নিজস্ব উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, দলের সিদ্ধান্ত মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে দলের সাংগঠনিক শক্তি আরও বাড়বে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জুলফিকার আলী। তিনি বলেন, দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। পাশাপাশি তিনি এলাকায় অবৈধ দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।
মিলাদ শেষে দোয়া-মোনাজাতে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপস্থিতদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
Comments