ঢাকায় হাত মেলালেন জয়শঙ্কর ও আয়াজ সাদিক
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদ ভবনে একত্রিত হয়েছিলেন প্রায় ৩৩টি দেশের প্রতিনিধি। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন ভারত থেকে। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসার কথা থাকলেও এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ফাঁকে হাত মিলিয়ে কুশল বিনিময় করেছেন তারা।
এছাড়াও খালেদা জিয়াকে বিদায়ী শ্রদ্ধা জানাতে এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংয়েল।
বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে সবাই মিলিত হন। এসময় বিদেশি অতিথিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সঙ্গে মিলিত হয়েছেন তারা। সংসদ ভবনে সাক্ষাতের ফাঁকে হাত মিলিয়ে কুশল বিনিময় করেছেন জয়শঙ্কর এবং আয়াজ সাদিক।
বিদেশি অতিথিদের পাশাপাশি ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জানাজায় অংশ নেন এবং খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানান।
Comments