বেগম জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন: জামায়াত আমির
বেগম খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মিট আওয়ার লিডার প্রোগ্রামে অংশ নিয়ে বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এ মন্তব্য করেন তিনি।
এ সময় ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা যে ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে চাই তিনিও তাই চেয়েছিলেন। অনুষ্ঠানে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান বিন হাদির খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।
তিনি জানান, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আজকের তরুণদের ভূমিকাই সবচেয়ে উল্লেখযোগ্য বলে বিশ্বাস করে তার দল।
অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন বয়সী শতাধিক তরুণ ও কিশোর অংশ নেয়।
Comments