জামায়াতসহ সমমনা দলের সাথে জোটের সিদ্ধান্ত এনসিপির
জাতীয় নাগরিক পার্টি -এনসিপি রাজনৈতিক সমঝোতা হিসেবে জামায়াত ইসলাম ও সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একসাথে নির্বাচনের ঘোষণা দিয়েছে।
রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের আহবায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দিয়ে বলেন, বৃহত্তর ঐক্যের প্রয়োজনে এই রাজনৈতিক জোট হয়েছে।
এ সময় দলটি আগামী নির্বাচনে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক থাকার ঘোষণা দিয়ে গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে ভোট দেয়ার আহবান জানান।
তাসলিম জারাসহ কয়েকজন নেতার পদত্যাগ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিটি মানুষের নিজস্ব সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রয়েছে।
জামায়াতের সঙ্গে আদর্শিক নয়, রাজনৈতিক বৈতরণী পার করার ঐক্য হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, 'কে কোন আসন থেকে নির্বাচন করব তা আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জোটের বাইরে আমাদের আলাদা কোনো প্রার্থী থাকবে না। ওই সব আসনে আমরা জোটের পক্ষে কাজ করব'।
Comments