দুই সাবেক উপদেষ্টাকে ঘিরে মতবিরোধে অচল জামায়াত-এনসিপি জোট
দুই সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জোটের প্রার্থী করতে অনীহা জানানোয় জামায়াতে ইসলামী ও এনসিপির সম্ভাব্য নির্বাচনী জোট গঠনে অচলাবস্থা তৈরি হয়েছে। জামায়াতের নীতিনির্ধারকরা এনসিপিকে জানিয়েছেন, বিতর্কিত কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থানের কারণে এই দুই উপদেষ্টাকে প্রার্থী করা হলে তার দায় পুরো জোটকে বহন করতে হবে, যা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
জামায়াতের আশঙ্কা, দুই সাবেক উপদেষ্টাকে প্রার্থী করলে প্রতিদ্বন্দ্বীরা জোটকে 'সরকারের আশীর্বাদপুষ্ট' হিসেবে চিত্রিত করে প্রচারে সমালোচনা করবে। এতে ভোটের মাঠে জোটকে বাড়তি চাপ ও আক্রমণের মুখে পড়তে হতে পারে। পাশাপাশি, সাবেক উপদেষ্টাদের প্রার্থিতা জোটকে সরকারি শক্তির বিরোধিতার ঝুঁকিতেও ফেলতে পারে বলে মনে করছে দলটি।
দলের নীতিনির্ধারকরা আরও জানান, দুই উপদেষ্টার একজন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ রয়েছে। অভিযোগগুলোর সত্য-মিথ্যা যাই হোক, তাকে জোটের প্রার্থী করলে সেই দায় জোটকেই নিতে হবে। অন্যদিকে, আরেক সাবেক উপদেষ্টা মাহফুজ আলম দায়িত্বে থাকাকালে মওদুদীর মতবাদসহ বিভিন্ন বিষয়ে জামায়াতের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণ করেছেন। তাকে প্রার্থী করলে দলের নেতাকর্মীদের কাছে নেতিবাচক বার্তা দেবে বলে মনে করছে জামায়াত।
এদিকে, এনসিপি দুই সাবেক উপদেষ্টাকে বাদ দিয়ে কোনো জোটে যেতে রাজি নয়। দলটির অবস্থান হলো, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দলীয় অবস্থান ও প্রার্থিতা নিশ্চিত না হলে জামায়াতের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয়।
উভয় পক্ষের এই অনড় অবস্থানের কারণে জামায়াত-এনসিপি নির্বাচনী জোটের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। আলোচনা চললেও আপাতত সমাধানের কোনো ইঙ্গিত মিলছে না।
Comments