শনিবার ভোটার হবেন তারেক রহমান, কাটবে প্রার্থী হওয়ার বাধা
ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর কোনো আইনি জটিলতা থাকবে না—এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়া আছে; পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় ভোটার নিবন্ধনের পদ্ধতি চূড়ান্ত করা হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, 'নির্বাচন কমিশন প্রস্তুত আছে, প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্ট করা আছে। ভোটার হওয়ার পর নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আর কোনো জটিলতা দেখছি না।' তিনি জানান, 'এখানে দুটো দিক রয়েছে—তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা এবং কেপিআই হিসেবে নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তা। দুই দিকের সেফটি ও সিকিউরিটি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় স্টেপ নেবে।'
তারেক রহমান কোথায় ভোটার হবেন—গুলশানের বাসায় নাকি নির্বাচন অফিসে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, 'অবস্থার পরিপ্রেক্ষিতে দুইভাবেই হতে পারে; যে কোনো একটা বেছে নেওয়া হতে পারে। যথাসময়ে বিষয়টি জানানো হবে।'
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন। তবে তফসিল ঘোষণার পর সাধারণ নিয়মে মাঠপর্যায়ে ভোটার হওয়ার সুযোগ না থাকায় বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ারে থাকে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত ১১ ডিসেম্বর। ফলে এখন কীভাবে এবং কোন পদ্ধতিতে তারেক রহমান ভোটার হবেন, সেটিই আলোচনার বিষয়। তিনি ঢাকার বাসিন্দা হওয়ায় ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসেই তার ভোটারসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা।
ইসি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৯ নভেম্বর তফসিল ঘোষণার পর শেষ সময়ে ক্যান্টনমেন্টের বাসায় ভোটার হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেই নজির অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে তারেক রহমানও বাসায় থেকেই ভোটার হতে পারেন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজের একটি পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরিকল্পনার বিস্তারিত না জানালেও তা বাস্তবায়নে দেশের সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। দেশে ফেরার পর বৃহস্পতিবার ঢাকার তিনশ ফুট এলাকায় সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, 'আই হ্যাভ আ প্ল্যান।'
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়া বাধ্যতামূলক—দেশের যে কোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় ২৯ ডিসেম্বর। ইতোমধ্যে বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমার সময় প্রয়োজনীয় কাগজপত্রও দাখিল করতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে এবং সংশ্লিষ্ট নির্বাচন অফিসে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।
Comments