জাপানে বিশ্বের বৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ফের চালু
জাপানের ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর এক দশকের বেশি সময় ধরে বন্ধ ছিল বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দীর্ঘ সময় পরে সেটি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
টোকিও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো ও সরবরাহ কাঠামোতে পরিবর্তনের লক্ষ্য নিয়েছে। সে চেষ্টায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ফের চালুর সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
কাশিওয়াজাকি-কারিওয়া নামের বিদ্যুৎকেন্দ্রটি জাপানের নিইগাতা প্রদেশে। স্থানীয় অনেক বাসিন্দার উদ্বেগ সত্ত্বেও সোমবার প্রাদেশিক পরিষদ একটি বিল অনুমোদন দিয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) কেন্দ্রটির সাতটি রিঅ্যাক্টরের একটি পুনরায় চালু করতে পারবে।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, টেপকো আগামী ২০ জানুয়ারির দিকে বিদ্যুৎকেন্দ্রটির ৬ নম্বর রিঅ্যাক্টর চালুর পরিকল্পনা করছে।
২০১১ সালে ৯.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে। ওই দুর্ঘটনাটি ১৯৮৬ সালের চেরনোবিলের পর বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত। এরপর থেকে জাপান পারমাণবিক জ্বালানি ব্যবহারে সতর্ক অবস্থান নেয়।
দুর্ঘটনাটির পর জাপান কাশিওয়াজাকি-কারিওয়াসহ দেশের ৫৪টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয়। কাশিওয়াজাকি-কারিওয়া কেন্দ্রটি টোকিও থেকে প্রায় ৩২০ কিলোমিটার উত্তরে নিইগাতা প্রদেশের উপকূলীয় ও বন্দর এলাকায় অবস্থিত। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, জাপানে বর্তমানে ৩৩টি পারমাণবিক রিঅ্যাক্টর চালুর উপযোগী। এর মধ্যে ১৪টি ২০১১ সালের পর চালু করা হয়েছে।
Comments