‘আমাকফি’ ২০২৫ সালের মোস্ট ইমার্জিং ব্র্যান্ড
আমাকফি অর্জন করেছে 'মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অব বাংলাদেশ ২০২৫' সম্মাননা। ব্র্যান্ড ইকুইটি ইনডেক্সের ভিত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিত করায় আমাকফিকে এই সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশে তরুণ প্রজন্ম থেকে শুরু করে কর্মব্যস্ত মানুষের মধ্যে কফির চাহিদা ক্রমেই বাড়ছে। এই কফি-সংস্কৃতিকে দেশে জনপ্রিয় করে তুলতে কাজ করে যাচ্ছে আমাকফি। আবুল খায়ের গ্রুপ ২০২১ সালে আমাকফিকে বাজারে নিয়ে আসে। যাত্রার পর স্বল্প সময়ের মধ্যেই আমাকফি একটি শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছে।
আমাকফির প্রধান আকর্ষণ হলো এর ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড, যা আন্তর্জাতিক মান বজায় রেখে প্রস্তুত করা হয়। দেশের বাজারে আমাকফির দ্রুত জনপ্রিয়তা অর্জনের পেছনে সবচেয়ে বড় কারণ নতুন প্রজন্মের কাছে এর ব্যাপক গ্রহণযোগ্যতা। মাত্র তিন বছরের মধ্যেই আমাকফি বাংলাদেশে কফি আমদানিবাজারে একটি প্রভাবশালী ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাকফিকে মোস্ট ইমার্জিং ব্র্যান্ড ২০২৫ পদক প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানের অতিথি ও আয়োজকেরা আমাকফির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।
বছরের সেরা ব্র্যান্ড নির্বাচন করতে এনসার্চ লিমিটেড একটি জরিপ পরিচালনা করে। এই জরিপটি বাংলাদেশের আটটি বিভাগের শহর ও গ্রামীণ উভয় অঞ্চলে পরিচালিত হয়। সমান সংখ্যক নারী ও পুরুষসহ মোট ১২,৪০০ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়।
Comments