দক্ষিণ কেরানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আসর শুভাড্যা ইউনিয়নের খেজুরবাগ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে শুভাড্যা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক মাদ্রাসার শিক্ষার্থীরাও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে সুমন শেখের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ইসমাঈলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সহপ্রচার সম্পাদক ইমাম আয়াতুল্লাহ মেকিন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরুখ পাপেল, থানা সেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মারুফ আহমেদ মিলন, থানা তাতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, থানা মহিলা দলের সাধারণ সম্পাদক রাশিদা বেগম।
এ ছাড়া উপস্থিত ছিলেন শুভাড্যা ২ নং ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বাহাদুর, ইউনিট সেচ্ছাসেবক দল সভাপতি সেলিম মৃধা, ইউনিট যুবদল সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ছাত্রদল ২ নং ইউনিট সভাপতি সেজান ঢালী, ডা. শামিম রেজা, সোহেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর রোগমুক্তির জন্য দেশজুড়ে শান্তিকামী মানুষ দোয়া করছেন। তারা আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
দোয়া মাহফিলে বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ এবং শতাধিক মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Comments