খালেদা জিয়ার আরোগ্যতা ও সুস্থতা কামনায় ইউএই প্রবাস ক্লাবের দোয়া মাহফিল
সংযুক্ত আরব আমিরাতে একটি সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্য পরিবেশে অরাজনৈতিক মানবিক সংগঠন 'বাংলাদেশ প্রবাস ক্লাব ইউএই' সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে দুবাইয়ের মনপুরা রেস্টুরেন্টে অরাজনৈতিক মানবিক এ সংগঠন 'বাংলাদেশ প্রবাস ক্লাব সংযুক্ত আরব আমিরাতে'র পক্ষ থেকে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুবাই প্রবাসী নেতা ও স্থানীয় প্রবাসী ও সাংবাদিক সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে বাংলাদেশ প্রবাস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের সভাপতি এস এম ফয়জুল্লাহ শহিদ বলেন, বেগম জিয়া রাজনীতি ও দলমতের ঊর্ধ্বে গনতান্ত্রিক অভিযাত্রার ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্তের বর্ণাঢ্য এক অনুসরণীয় ইতিহাসের নাম, মহান রবের কাছে তার সুস্থতার জন্য ও জাতির জন্য দোয়া করা আমাদের গণমানুষের মানুষ হিসেবে প্রত্যেকের দেশের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, দোয়া মানুষের জীবনের দিকনির্দেশনা ও শান্তির পথ দেখায়। বর্তমান সময়ের বিভিন্ন সংকট ও সামাজিক সমস্যার সমাধানে পরস্পরের প্রতি সহমর্মিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।
শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, অসুস্থদের সুস্থতা এবং সকলের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Comments