টিটিসি প্রকল্প বাতিল না করার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
একনেক কর্তৃক অনুমোদিত তাহিরপুর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বাতিল না করে দ্রুত বাস্তবায়ন করার দাবিতে সুনামগঞ্জে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে তাহিরপুর উপজেলাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
তাহিরপুর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সুহেল আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহামেদ খান, সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, তাহিরপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি মো. রুহুল আমীন, বালিজুরী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মোছায়েল আহমদ, সেক্রেটারি তোজাম্মিল হক নাসরুম, হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শাহাদাত হোসেন, ইমরান হোসেন, শেখ শামায়ূন রাশেদ প্রমুখ।
মানববন্ধনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেন, তাহিরপুর একটি বঞ্চিত হাওর এলাকা। এখানকার যুব সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল করার জন্যই এই টিটিসি অনুমোদন দেওয়া হয়েছিল। এই জনপদের মানুষের উন্নয়ন বঞ্চিত করা হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।
সুনামগঞ্জ ১ আসনের জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান অবিলম্বে টিটিসি প্রকল্প তাহিরপুরে ফিরিয়ে দিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, তাহিরপুরের ন্যায্য অধিকার নিয়ে কোনো প্রকার ছিনিমিনি বরদাস্ত করা হবে না।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাওরাঞ্চল তাহিরপুরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি অনুমোদন দেওয়া হয়েছিল, সেটি বাতিল করে জেলার অন্য উপজেলা জগন্নাথপুরে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। বক্তারা অতিদ্রুত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি তাহিরপুরে বাস্তবায়ন করে পিছিয়ে থাকা হাওরবাসীর উন্নয়নের পথ সুগম করা হোক। অন্যথায়, তীব্র আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন বাস্তবায়ন পরিষদের নেতারা।
Comments