সম্মানসূচক ডক্টরেট লাভ করায় ড. সালাহউদ্দিন আলীকে ইউএই প্রবাস ক্লাবের সংবর্ধনা
হসপিটালিটি ও হেলথ কেয়ার খাতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির কৃতিত্ব অর্জন করায় হাটহাজারীর কৃতি সন্তান, তরুণ উদ্যোক্তা, এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান এবং এশিয়ান স্পেশালাইজড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ড. সালাহউদ্দিন আলীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ প্রবাস ক্লাব সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় দুবাইয়ের এক রেস্টুরেন্ট মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রবাস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের সভাপতি সাংবাদিক এস এম ফয়জুল্লাহ শহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, আমিরাত বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির কেন্দ্রীয় কমিটি নেতা শরাফত আলী ও সিরাজুল ইসলাম নওয়াব, সাংবাদিক শিবলী আল সাদিক, মনপুরা রেস্টুরেন্টের মালিক জসিমউদদীন, যুবদল নেতা ইয়াসিন আলী, প্রবাসী শিল্পী সমিতির সভাপতি মাসুম পারভেজ, প্রবাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সরওয়ার উদ্দিন রনি, সাংবাদিক গোলাম সরওয়ার, সাংবাদিক মাসুম বিল্লাহসহ পেশাজীবী ও প্রবাসী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
সংবর্ধিত অতিথি ড. সালাহউদ্দিন আলী বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশ প্রবাস ক্লাবের এমন উষ্ণ সংবর্ধনা পেয়ে আমি অভিভূত। এই সম্মান শুধু আমার নয়, বরং দেশের স্বাস্থ্যসেবা খাতের সাথে যুক্ত প্রতিটি মানুষের এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল বাংলাদেশির। আমি সবসময় চেষ্টা করব প্রবাসীদের পাশে থেকে দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে। ডক্টরেট ডিগ্রি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এই সম্মানের জন্য আমি ক্লাব এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞ'।
Comments