হবিগঞ্জে র্যাবের অভিযানে ভুয়া নারী চিকিৎসক আটক : ৫০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জ শহরে সাড়াশি অভিযান চালিয়ে ভুয়া নারী চিকিৎসক মমতাজ বেগম রিনাকে আটক করেছে র্যাব-৯। পরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। বুধবার বিকেলে ফায়ার সার্ভিস সড়কের একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, মমতাজ বেগম রিনা দীর্ঘদিন ধরে কোনো প্রকার অনুমোদন ও চিকিৎসাগত যোগ্যতা ছাড়াই বিভিন্ন রোগীর চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি গর্ভবতী নারীদের ডেলিভারিও করাতেন। তাঁর ভুল চিকিৎসার কারণে এক প্রসূতির মৃত্যুসহ বিভিন্ন অপচিকিৎসার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে গ্রামের অসহায় নারীরা তাঁর কাছে এসে প্রতারিত হতেন।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহসীন মিয়ার উপস্থিতিতে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. শাহ আলমের নেতৃত্বে র্যাবের একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে র্যাব-৯ সিপিসি-৩ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. শাহ আলম বলেন- "দীর্ঘদিন ধরে মমতাজ বেগম রিনা ভুয়া পরিচয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। অনুমোদন ছাড়া চিকিৎসা করা এবং প্রসূতিদের ডেলিভারি করানো মারাত্মক ঝুঁকিপূর্ণ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। অপচিকিৎসার যেকোনো অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।"
হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহসীন মিয়া বলেন- "অভিযোগের সত্যতা পাওয়ার পর মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদন ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
Comments