ইতালির মিনি বিশ্বকাপে বাংলাদেশের দাপুটে জয়, পাকিস্তানকে ১২৩ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু টাইগারদের
ইতালির মাটিতে টি–১০ মিনি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানকে ১২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করেছে প্রবাসী বাংলাদেশ ক্রিকেট দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৭১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান, মাত্র ৪৮ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে তারা। বাংলাদেশ দলের এমন দারুণ পারফরম্যান্সে খুশি হয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা।
ম্যাচজুড়ে ছিল প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস। রোমের মাঠজুড়ে দর্শকদের গর্জন, জয় উদযাপন আর লাল–সবুজের পতাকার ঢেউ—সব মিলিয়ে এক খণ্ড বাংলাদেশে পরিণত হয় স্টেডিয়াম।
ইতালিয়ান ক্রিকেট ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং A.S.D রোমার আয়োজনে ৯ বছর ধরে চলছে এই মিনি বিশ্বকাপ। শুরু থেকেই অংশ নেওয়া বাংলাদেশ দল ২০১৭ সালে শিরোপা জেতে। এবারও শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে দুর্দান্ত ছন্দে আছে দলটি।
দলের অধিনায়ক বলেন, এই জয় আমাদের জন্য বিশেষ কিছু, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছি তবে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। ম্যাচের সেরা খেলোয়াড় জানান এটা শুধু ক্রিকেট নয়—দেশকে সম্মান জানানোর একটা বড় সুযোগ, দল হিসেবে আমরা গর্বিত।
বাংলাদেশ ক্রিকেট ক্লাব ও রাক রোমা ক্লাব এর ব্যবস্থাপনা এবং দাওয়াত রেস্টুরেন্ট ও সোনো শেফ এর সার্বিক সহযোগিতায় এবার বাংলাদেশ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।
ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, ইতালিতে ফুটবল জনপ্রিয় হলেও ক্রিকেটের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা ইতালি জাতীয় দলেও খেলছেন। সুযোগ–সুবিধা বাড়লে ভবিষ্যতে আরও ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নেবেন। এ জন্য দূতাবাস, ও কমিউনিটির সহযোগিতা জরুরি বলে মনেও করেন তারা।
প্রবাসী কমিউনিটি মনে করেন এই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ আমাদের দেশের সম্মান বাড়ায়, তরুণ প্রজন্মকেও এতে উৎসাহিত করা যায়।
এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ইতালি, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকা দল অংশ নিচ্ছে। ১৯ নভেম্বর বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ রয়েছে ইতালি দলের সাথে। এবার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছানো। এদিন সমর্থকদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দলের পক্ষ থেকে।
Comments