বাহরাইন টু কাতার প্রথমবারের মতো যাত্রীবাহী ফেরি সেবা চালু
বাহরাইন ও কাতারের মধ্যে প্রথমবারের মতো যাত্রীবাহী ফেরি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ।
৬ নভেম্বর বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগমন্ত্রী ড. শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা। তিনি উদ্বোধনী ভ্রমণে যাত্রী হিসেবেও উপস্থিত ছিলেন। বাহরাইনের মুহাররাকের সা'দা বন্দর থেকে কাতারের আল রুওয়াইস বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফেরিটি, যা উপসাগরীয় সামুদ্রিক সংযোগ এবং সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রী ডঃ শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা জোর দিয়ে বলেন, বাহরাইন-কাতার যাত্রীবাহী ফেরি পরিষেবা চালু করা বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফার বিচক্ষণ নেতৃত্ব এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার নির্দেশাবলীর প্রতিফলন। তিনি আরো উল্লেখ করেন যে, এই উদ্যোগ পরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণ এবং যৌথ উপসাগরীয় সহযোগিতা বৃদ্ধির জন্য বাহরাইনের প্রতিশ্রুতির প্রতীক।
কাতারে পৌঁছানোর পর, ডঃ শেখ আবদুল্লাহকে কাতারের পরিবহন মন্ত্রী মহামান্য শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল থানি, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উৎসবমুখর পরিবেশে উষ্ণ অভ্যর্থনা জানান, যেখানে দুই দেশের মধ্যে শক্তিশালী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উদযাপন করা হয়।
নতুন এই ফেরি সেবায় দুই দেশ থেকে প্রতিদিন দুটি করে ট্রিপ পরিচালনা করা হবে। বাহরাইন থেকে ছেড়ে যাবে সকাল ৮টায় ও সকাল ১০.২০মিনিটে। ফিরতি ট্রিপ কাতার থেকে রাত ৮টায় এবং রাত ১০.২০মিনিটে।
যাত্রার সময় প্রায় ১ঘন্টা ১০ মিনিট। আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত ফেরিটিতে সর্বোচ্চ ২৮ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।
ফেরিটিতে যাত্রীদের জন্য আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের সকল ব্যবস্থা রাখা হয়েছে। সিঙ্গেল ট্রিপে ইকোনমি টিকিটের মূল্য ১৮ বাহরাইনি দিনার এবং প্রিমিয়াম ক্লাসের মূল্য ২৬.৫ বাহরাইনি দিনার।
রাউন্ড-ট্রিপ ইকোনমি টিকিটের মূল্য ২৬.৫ বাহরাইনি দিনার এবং প্রিমিয়াম ক্লাসের ভাড়া ৩৬.৫ বাহরাইনি দিনার নির্ধারণ করা হয়েছে।
বাহরাইন ও অন্যান্য জিসিসি দেশগুলোর নাগরিকদের জন্য কাতারে প্রবেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে। তবে বিদেশি বা প্রবাসী বাংলাদেশির ক্ষেত্রে আগাম ভিসা আবেদন করতে হবে।
নতুন এই ফেরি সেবাকে দুই দেশের মধ্যে ভ্রমণ, বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এটি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, ফেরি সেবাটি পরীক্ষামূলকভাবে চালু হলেও ভবিষ্যতে রুট সম্প্রসারণ, বড় জাহাজ সংযোজন এবং পণ্যবাহী সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
Comments