জনগণ চায় আমিনুর রশিদ ইয়াছিন, মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ইতালিতে সংবাদ সম্মেলন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিন–কে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৬ (সদর দক্ষিণ) আসনে দলীয় প্রার্থী করার দাবিতে ইতালিতে সংবাদ সম্মেলন হয়েছে।
৭ নভেম্বর, শুক্রবার, রাজধানী রোমে কুমিল্লা–৬ আসনের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিএনপি এবং কমিউনিটি নেতারা অংশ নেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন কুমিল্লা সদর উপজেলা বিএনপির উপদেষ্টা ও রোম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। তিনি বলেন, কুমিল্লা–৬ আসনের জনগণের আস্থা, ভালোবাসা ও রাজনৈতিক বাস্তবতার কেন্দ্রবিন্দু হলেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন। তিনি দলের দুঃসময়ে মাঠে ছিলেন, মানুষের পাশে ছিলেন, তাই মনোনয়নের ক্ষেত্রে তিনিই যোগ্যতম নেতা।
এসময় সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, বর্তমানে দল যাকে মনোনয়ন দিয়েছে, তিনি যদি নির্বাচন করেন, তাহলে বিএনপি এই আসন হারানোর সম্ভাবনা রয়েছে। তাই কুমিল্লা–৬ আসনে বিজয় নিশ্চিত করতে হলে, মাঠপর্যায়ের জনপ্রিয়তা ও জনসমর্থনের বাস্তব চিত্র বিবেচনা করে মনোনয়ন পূর্ণবিবেচনা করতে হবে। সংবাদ সম্মেলন থেকে বক্তারা বিএনপির হাইকমান্ডের কাছে জনমত ও তৃণমূলের দাবিকে গুরুত্ব দিয়ে প্রার্থী পরিবর্তন ও ইয়াছিনকে মনোনয়ন দেয়ার জোর দবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ ভূইয়া, আমড়াতলী ইউনিয়ন বিএনপির সদস্য ফরহাদ হোসেন রাসেল, রোম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ বাবুল মিয়া, সদস্য রুহুল আমিন, নজরুল ইসলামসহ ইতালি বিএনপির নেতারা, সহযোগী সংগঠনের প্রতিনিধিরা, কুমিল্লা জেলার প্রবাসী নেতা ও সাধারণ কর্মী-সমর্থকরা।
বিএনপি কর্মী-সমর্থক ও সর্বস্তরের ভোটারদের প্রত্যাশা—মাঠপর্যায়ের জনপ্রিয়তা ও জনসমর্থনের বাস্তব চিত্র পূর্ণবিবেচনা করে হাজী আমিনুর রশিদ ইয়াছিনকে কুমিল্লা- আসনে বিএনপির মনোনয়ন দেয়া হবে।
Comments