মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার ৩–এ আগুন
মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার ৩–এ আগুন লেগেছে। আজ শনিবার স্থানীয় সময় সকালে রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত ভবনটির সবচেয়ে ওপরের তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ওই তলায় একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে।
স্থানীয় সংবাদমাধ্যম বারনামার বরাতে দ্য স্টার জানিয়েছে, কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আসারি ওমর আগুন লাগার খবর নিশ্চিত করেছেন। তবে আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা দমকল ও উদ্ধার কর্মকর্তাদের মতে, কেএলসিসি টাওয়ার ৩-এর একটি রেস্তোরাঁয় আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আজ ভোরে শুরু হওয়া আগুন সকাল ৮ টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সেন্ট্রাল ফায়ার অ্যান্ড রেসকিউ প্রধান মোহাম্মদ হাফিজান হাসান নিশ্চিত করেছেন, সকাল ৬ টা ৪১ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়ার পর তার দল দ্রুত সাড়া দেয়। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করার জন্য সকাল ৬টা ৪৮ মিনিটে তিনটি স্টেশন থেকে দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
হাফিজান বলেন, 'তিনটি স্টেশন থেকে মোট ৩৫ জন দমকল ও উদ্ধারকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল। আগুনে ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁটি তখন বন্ধ ছিল এবং তাই সেখানে কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না।'
হাফিজানের মতে, আগুন লাগার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলাকালীন রেস্তোরাঁটি বন্ধ থাকবে।
টাওয়ার ৩-এ প্রবেশ বন্ধ থাকলেও, কেএলসিসি-এর বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, পুলিশ পথচারীদের সরিয়ে দিচ্ছে। আজ সকালে অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে টাওয়ার ৩ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
সূত্র : মালয় মেইল
Comments