আপস না করলে পুতিন তোমাকে ধ্বংস করে দেবে: জেলেনস্কিকে ট্রাম্পের হুঁশিয়ারি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি চুক্তির পথে না এগোলে ইউক্রেনকে 'ধ্বংস' করে দেবে রাশিয়া — এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস ও রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকটি একাধিকবার উত্তপ্ত বাক্যবিনিময়ে পরিণত হয়। বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে বলেন, যুদ্ধ বন্ধের জন্য পুতিনের শর্তগুলো গ্রহণ করা উচিত।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বারবার পুতিনের বক্তব্য তুলে ধরেন এবং দোনবাস ও লুহানস্ক অঞ্চলের কিছু অংশ মস্কোর কাছে 'সমর্পণ' করার জন্য জেলেনস্কির ওপর চাপ সৃষ্টি করেন। এক পর্যায়ে তিনি বলেন, "তুমি এই যুদ্ধে হারছ, আর যদি পুতিন চায়, তাহলে সে তোমাদের ধ্বংস করে দেবে।"
'শর্ত মেনে নাও, না হলে ধ্বংস হবে ইউক্রেন'
ফিন্যান্সিয়াল টাইমস ও রয়টার্স জানায়, ট্রাম্পের পরামর্শ ছিল — রাশিয়ার সঙ্গে আপস করে যুদ্ধ শেষ করা এবং "বর্তমান যুদ্ধের সীমারেখা" ধরে একটি সমঝোতা তৈরি করা।
এ সময় ট্রাম্প ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্র সরিয়ে রেখে বলেন, "এই রেড লাইন কোথায়, আমি জানিই না। আমি কখনও সেখানে যাইনি।"
অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "দুই পক্ষেরই এখন যুদ্ধ থামানো উচিত। যত বেশি সময় যাবে, ক্ষতি তত বাড়বে।"
মার্কিন নীতিতে পরিবর্তনের ইঙ্গিত
এই বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে নতুন প্রশ্ন উঠেছে— যুক্তরাষ্ট্র কি ইউক্রেন ইস্যুতে অবস্থান বদলাচ্ছে?
কারণ, পূর্বে ট্রাম্প প্রশাসন ইউক্রেনের পক্ষে দৃঢ় সমর্থন জানিয়েছিল, কিন্তু সাম্প্রতিক এই মন্তব্য সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয়।
দ্য গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্ট বলছে, ট্রাম্প প্রশাসন সম্প্রতি ইউক্রেনের জন্য লং-রেঞ্জ টোমাহক মিসাইল সরবরাহের পরিকল্পনা স্থগিত রেখেছে। বিশ্লেষকদের মতে, এটি পুতিনের সঙ্গে সম্পর্ক নরম করার অংশ হতে পারে।
ইউক্রেনের প্রতিক্রিয়া
কিয়েভের এক সিনিয়র কর্মকর্তা বলেন, "আমরা স্বাধীন দেশ হিসেবে কোনো শর্তে আত্মসমর্পণ করব না। শান্তি চাই, কিন্তু তা হবে সম্মানের সঙ্গে।"
নতুন ভূ-রাজনৈতিক অধ্যায়?
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য ইউরোপ ও ন্যাটো জোটের কূটনীতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা কমার বদলে, এটি এখন নতুন এক শক্তির খেলায় রূপ নিতে পারে।
📌 সূত্র: Financial Times, Reuters, AP, The Guardian, Washington Post, LiveMint
Comments