বিপিএলে কি থাকছে ফরচুন বরিশাল?

নবনির্বাচিত বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) পরিচালকরা দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে সক্রিয় হয়ে উঠেছেন। প্রথম সভা শেষে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, আসন্ন বিপিএল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে ডিসেম্বর-জানুয়ারিতে।
এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ সময়মতো আয়োজনের জন্য বিসিবি এখন জোর প্রস্তুতি নিচ্ছে। যদিও আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে, কিন্তু এখনো তাদের পক্ষ থেকে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।
এরই মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে 'এক্সপ্রেশন অব ইন্টারেস্ট' (ইওআই) আহ্বান করেছে বিসিবি। দেশের ১০টি অঞ্চলভিত্তিক দল গঠনের পরিকল্পনায় যেসব প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে, সেখান থেকে মানসম্পন্ন পাঁচটি প্রতিষ্ঠানকে মালিকানা দেওয়ার কথা ভাবছে বোর্ড।
এদিকে, চলতি বিপিএল নিয়ে সবচেয়ে আলোচিত বিষয় হলো—গত আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা। তবে দলটির মালিক মিজানুর রহমান নিশ্চিত করেছেন, তারা এখনো প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী। কিছু সরঞ্জাম দেশে আনতে সময় লাগায় টুর্নামেন্টের সূচি একটু পেছানোর অনুরোধ জানিয়েছেন তারা। তিনি জানান, বিসিবির সঙ্গে আলোচনার পর সবকিছু চূড়ান্ত হবে।
বিপিএলে অংশ নিতে আরও কিছু প্রতিষ্ঠানও আগ্রহ প্রকাশ করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। বিসিবির বিপিএল কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, সব দিক বিবেচনায় রাখা হচ্ছে। এছাড়া, যেসব ক্রিকেটারদের বিরুদ্ধে ফিক্সিংয়ের সন্দেহ রয়েছে, তারা খেলোয়াড় ড্রাফটে রাখা হবে না। অক্টোবর মাসের শেষ সপ্তাহে পুরো বিষয়টি নিয়ে বিসিবি বিস্তারিত জানাবে।
Comments