রান তাড়ার বিশ্বরেকর্ড গড়ে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়

নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দুই ম্যাচে হারের মুখ দেখলো ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর রোববার (১২ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষেও হারলো তারা। ভারতের বিশাখাপত্তনমে টসে হেরে আগে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা ও প্রতীক রাওয়ালের জোড়া ফিফটিতে ৩৩০ রানের সংগ্রহ পায় ভারত। লক্ষ্য তাড়ায় নেমে অ্যালিসা হিলির দুর্দান্ত সেঞ্চুরিতে ১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়ার নারীরা।
নারীদের ওয়ানডে ক্রিকেটে এমন কিছু আগে কেউ দেখেনি। নারীদের ওয়ানডে ক্রিকেটে এতো বড় লক্ষ্য নিয়ে আগে কোনো দল জয় পায়নি। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার দেয়া ৩০২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা। এবার সেই রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়ার নারীরা।
প্রথমে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা ও প্রতীক রাওয়ালের ওপেনিং জুটি থেকে আসে ১৫৫ রান। যেখানে প্রতীক রাওয়াল করেন ৭৫ এবং মান্ধানার ব্যাট থেকে আসে ৮০ রান। এই দুইজন বাদে আর কেউ অর্ধশতক কিংবা শতকের দেখা পাননি। তবে হারলিন দেওল ৩৮ এবং জেমিমা রদ্রিগেজের ব্যাট থেকে আসে ৩৩ রান। তাতে সবকটি উইকেট হারিয়ে ৩৩০ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে ৪০ রানে ৫ উইকেট নিয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। তিন উইকেট পেয়েছেন সোফি মোলিনাক্স।
Comments