ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৬ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৬ কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি।
রবিবার দুপুরে সরাইল ব্যাটালিয়ন প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যানে থাকা বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকা। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে, ইনজেকশনসহ অন্যান্য ভারতীয় সামগ্রী।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, "বিজিবির মহাপরিচালকের নির্দেশে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
Comments