কেরানীগঞ্জে অটো চালক হত্যা ও ছিনতাই মামলার রহস্য উন্মোচন

ঢাকা জেলার কেরানীগঞ্জে অটোচালক হত্যা ও অটো ছিনতাই মামলার ঘটনায় চারজন আসামীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দক্ষিণ। এসময় নিহত চালকের অটো থেকে লুণ্ঠিত চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিকেল ৪টা ৩০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের সবুজ ছায়া গোল্ডেন সিটি আবাসনের পাশের কাশবন থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে জানা যায়, নিহত ব্যক্তি অটোচালক বাচ্চু মিয়া (৬০)।
ঘটনার পরপরই কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) যৌথভাবে তদন্ত শুরু করে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ পরিদর্শক সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মনির হোসেন, এসআই (নিঃ) টিটুল হোসাইন, এএসআই (নিঃ) মিলন ও এএসআই (নিঃ) সেলিম রেজার সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে গত ৯ অক্টোবর কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-১. হৃদয় (২১), পিতা মিস্টার আলী, সাং-ডিগ্রীরচর, থানা ইসলামপুর, জেলা জামালপুর; ২. মাহামুদুল ইসলাম হাসান (৩০), পিতা মো. শহর আলী, সাং-পুরাতন সোনাকান্দা, থানা কেরানীগঞ্জ মডেল, জেলা ঢাকা; ৩. মো. সাহেদ (১৭), পিতা মো. সেলিম, সাং-পুরাতন সোনাকান্দা, থানা কেরানীগঞ্জ মডেল, জেলা ঢাকা; ৪. মো. নুরুল ইসলাম (৩৮), পিতা হাজী মান্নান মাতুব্বর, সাং-ভদ্রাসন, থানা ভাঙ্গা, জেলা ফরিদপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, গত ৬ অক্টোবর রাত ৭টা ৩০ মিনিটে তারা অটোচালক বাচ্চু মিয়াকে ভাড়া করে নির্জন স্থানে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে অটোটি ছিনিয়ে নেয়। পরবর্তীতে অটোর চারটি ব্যাটারি খুলে বিক্রি করে ২৩,২০০ টাকা ভাগাভাগি করে নেয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত চারটি ব্যাটারি (মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা) উদ্ধার করা হয়।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং-২০, তারিখ ০৯/১০/২০২৫, ধারা ৩০২/৩৯৪/৪১১/২০১/৩৪ দণ্ডবিধি ১৮৬০ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ পরিদর্শক সাইদুল ইসলাম।
Comments