ঢাকায় বৃষ্টি থাকবে কয়দিন?

কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও দু-তিনদিন ঢাকাসহ আশপাশের শহরে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা তৈরি না হলেও বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
বৃষ্টির কারণে শপিংমলগুলোতে ক্রেতাদের উপস্থিতিও কম দেখা গেছে। এতে কেনাবেচা কম হওয়ায় বিক্রেতারাও পড়েছেন বিপাকে। তবে বৃষ্টির কারণে যানজট তৈরি হতে দেখা যায়নি।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, মৌসুমি বায়ুপ্রবাহের কারণেই এ বৃষ্টিপাত। আগামী দুই থেকে তিন দিন ঢাকাসহ আশপাশের শহরগুলোতে বৃষ্টিপাত থাকবে। এরপরও মৌসুমি বায়ু বিদায় নিলে বৃষ্টিও কমে যাবে।
Comments